গলাচিপায় এসডিজি বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

গলাচিপায় এসডিজি বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত


নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা
বৃহস্পতিবার গলাচিপায় স্থানীয় পর্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গর্ভনেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রী কার্যালয় এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অফিসার্স ক্লাবে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো, মামুনুর রশিদ (উপ সচিব)। প্রধান বক্তা হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্। এছাড়া উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমাজ সেবক, ব্যবসায়ী, ইউপি সচিব, এনজিও কর্মী ও  বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রায় শতাধিক প্রতিনিধি নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ২০১৬-২০৩০ সাল পর্যন্ত এসডিজি বাস্তবায়নে তৃণমুল পর্যায়ে সরকারের ৩৯টি সূচকের সাথে জেলা পর্যায়ে ১ টি করে উন্নয়ন অগ্রাধিকার সূচক চিহ্নিত করার লক্ষ্যে এই উপজেলার কর্মশালায় ৮টি গ্রুপে ১১ জন করে এলাকার কর্ম পরিকল্পনা প্রণয়ণ বাস্তবায়ন, বাধা এবং উত্তোরণ সহ সুপারিশ সমূহ দাখিল করা হয়।